logo

মুর্শিদাবাদে নির্বাচনী সভা করে গেলেন আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী

মুর্শিদাবাদে নির্বাচনী সভা করে গেলেন আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি :- গতকাল মুর্শিদাবাদের চারটি স্থানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী নির্বাচনী সভা করেছেন। তীব্র গরমকে উপেক্ষা করে প্রতিটি সভায় মানুষ উপচে পড়ে। নওসাদ সিদ্দিকী আবারও বলেন, অমুককে জেতাতে তমুককে হারাতে হবে অথবা তমুককে জেতাতে অমুককে হারাতে হবে, এই মনোভাব নিয়ে এতদিনে মানুষ ভোট দিয়েছেন। তাতে বাংলার মানুষের নিজের শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, বাসস্থানের সমস্যা সমাধান হয়নি। তিনি আরো বলেন, যতক্ষণ আমরা দলীয় ঝান্ডা বাঁধবো, দলের হয়ে মারামারি করবো, ততক্ষণ আমরা দলের সম্পদ।

কিন্তু যখনই অধিকার চাওয়া হবে, ভাগিদারিত্ব চাওয়া হবে তখনই আইএসএফকে সাম্প্রদায়িক বলে অথবা বিজেপির বি টিম বলে দাগিয়ে দেওয়া হবে । তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, এটা আর চলতে দেওয়া যাবে না। আইএসএফ সমাজ পরিবর্তনের জন্য ভাগিদারিত্বের রাজনীতির ওপর জোর দেবে।

নওসাদ সিদ্দিকী বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এখন অধিকার আদায়ের লড়াইয়ে মানুষকে সংগঠিত করার কাজ চলছে। সেই লড়াইকে আরো মজবুত করতেই আইএসএফ প্রার্থীদের খাম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

আইএসএফ চেয়ারম্যান বলেন, মুর্শিদাবাদের নানান সমস্যা আছে, বিশেষত নদী ভাঙন সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর অনুন্নয়ন, পরিযায়ী শ্রমিকের সমস্যা। এতবছর ধরে নানান দল থেকে সাংসদ হয়েছেন। এমনকি এখান থেকে নির্বাচিত হয়েছেন এমন সাংসদ যিনি পরবর্তীকালে দেশের রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু কেউই এগুলি নিয়ে সদর্থক ভূমিকা নেননি।

এখনও এত বড় জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো না। তৈরি হল না এইমসের মতন সর্বাধুনিক হাসপাতাল। তিনি বলেন, এজন‌ সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে হবে। সেই জনগণের প্রতিনিধি হবেন আইএসএফের সাংসদরা।

জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাসের সমর্থনে রঘুনাথপুর ও সাগরদিঘিতে জনসভা হয়। এরপর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে আইএসএফ প্রার্থী মুর্শিদুল আলম ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হাবিব সেখের সমর্থনে লালবাগে আরো একটি জনসভা হয়। সন্ধ্যেয় হাবিব সেখের সমর্থনে আরো একটি সভা ডোমকলে অনুষ্ঠিত হয়।

0
541 views